৮ দিনের ছুটির কবলে পড়ছে ভোমরা স্থলবন্দর


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিনের ছুটির কবলে পড়ছে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়েছে বন্দরের সকল আমদানি-রফতানি কার্যক্রম।

ভারতীয় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, দুর্গোৎসব উপলক্ষে আগামী ৮ অক্টোবর শনিবার থেকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জাগো নিউজকে জানান, ৮-১৩ অক্টোবর বন্দরের সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ অক্টোবর শুক্রবার হওয়ায় আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।