কিশোরগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ী নিহত
ফাইল ছবি
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে নায়েব আলী (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর এক ব্যবসায়ী। শুক্রবার সকালে নিকলী উপজেলার ঘোড়াদিঘা ইউনিয়নের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের লালু মিয়ার ছেলে শাশীমকে (২৫) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে বাজিতপুর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকজন ব্যবসায়ী সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে নিকলী উপজেলার ঘোড়াদিঘা এলাকায় পৌঁছলে হঠাত বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় তাদের নৌকায় বজ্রপাত হলে নায়েব আলী ঘটনাস্থলেই মারা যান।
আহত শামীম মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নূর মোহাম্মদ/এফএ/এমএস