বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১০ অক্টোবর ২০১৬

বগুড়া শহরে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গোলাম মোস্তফা (৩৫) ও তার স্ত্রী ডলি বেগম (২৮)। সোমবার সন্ধ্যার দিকে শহরের শিববাটি এলাকার চুনিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ডলি বেগম রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে হন। এ দৃশ্য দেখে স্বামী গোলাম মোস্তফা স্ত্রীকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বগুড়া শহরে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। ধারণা করা হচ্ছে-বজ্রপাতের কারণে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ডলি বেগম বিদ্যুৎস্পৃষ্টে হয়েছেন।

বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তী স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।