কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৬

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে লাখ লাখ টাকার বাণিজ্য। এর সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী একটি চক্র। প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করে নদীর মধ্যে ড্রেজার বসিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো এলাকায় বালু উত্তোলনের কাজ চলছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, খোরদো এলাকার আইনুদ্দীন গাজীর ছেলে গাজী ব্রিকসের মালিক আমানুল গাজী ও লিয়াকত আলী গাজীর ছেলে কালাম গাজী এসব বালু উত্তোলন করছেন। উত্তোলনকৃত বালু ভ্যান, ট্রলি বা ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয় আমানুল গাজীর ইট ভাটায়। তাছাড়া বিক্রি করা হয় উপজেলার বিভিন্ন স্থানে। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি কালাম গাজীর। বিষয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

অন্যদিকে, প্রভাবশালী এই দুই ব্যাবসায়িক পার্টনারের ক্ষমতার দাপটে এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

satkhira

এ বিষয়ে গাজী ব্রিকসের মালিক আমানুল গাজী জাগো নিউজকে জানান, নদীর পাড় কেটে স্থানীয়রা নদীর নব্যতা নষ্ট করে ফেলেছে। আমি বালু উত্তোলনের জন্য মেশিন লাগিয়েছি কিন্তু বালু উত্তোলন হচ্ছে না। আর যদি বালি উঠাতে পারি তবে আরো নদীর নব্যতা বাড়বে। এতে আরো ভালো হবে।

বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন কিনা জাগো নিউজের এমন প্রশ্নে তিনি বলেন, মৌখিকভাবে জানিয়েছি।

তবে এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় জাগো নিউজকে বলেন, বিষয়টি কেউ অবহিত করেনি। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।