৭ দিন বন্ধের পর ভোমরা বন্দর চালু
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর শনিবার থেকে শুরু হয়েছে ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে বেড়েছে কর্মতৎপরতা।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
বন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, ৭ দিন বন্ধের কারণে সরকার ১০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/আরআইপি