কিশোরগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল আটক
কিশোরগঞ্জের তাড়াইলে ১০ টাকা কেজি মূল্যে দরিদ্রদের মাঝে বিক্রিযোগ্য ভিজিএফের ২১ বস্তা চাল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের ছেওরিয়া গ্রামে একটি বাড়ি থেকে এসব চাল আটক করা হয়। তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শওকত জাহান চাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা আক্তার জানান, গোপনে খবর পেয়ে ছেওরিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভিজিএফের প্রায় এক হাজার কেজি ওজনের ২১ বস্তা চাল জব্দ করা হয়।
কালো বাজারে বিক্রির জন্য কেউ এসব চাল মজুদ করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা চাল দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান ইউএনও সুলতানা আক্তার।
নূর মোহাম্মদ/এএম