আশাশুনিতে নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জোয়ারের প্রবল চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কোলা, হিজলিয়া, মাড়িয়ালা, কলিমাখালী, হাজরাখালী গ্রামের কয়েক হাজার মানুষ।
ভেসে গেছে অর্ধশতাধিক মৎস্য ঘের। শনিবার রাতে উপজেলার কোলা এলাকার প্রায় ২৫০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নি।
পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/আরআইপি