সম্মাননা পেলেন সাতক্ষীরার ১৮ কৃষক


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ অক্টোবর ২০১৬

বিশ্ব খাদ্য দিবসে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়েছে সাতক্ষীরার জেলার বিভিন্ন এলাকার ১৮ জন  কৃষক-কৃষাণীকে। রোববার সকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ অনুষ্ঠানের আয়োজন করে।

তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

আরো উপস্থিত ছিলেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বে সরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম।

কৃষিকাজে অবদান ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখায় কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের আকলিমা খাতুন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের কৃষক নিরঞ্জন জোয়ারদার, শ্যামনগরের চুনা নদীর চরে নির্মিত ব্যারাকের আদিবাসী নারী বিনোদিনী মুন্ডা, পদ্মপুকুরের কৃষক হাকিম গাজী সম্মাননা পান।

satkhira

আরো সম্মাননা পান-পাখিমারা গ্রামের গৃহিনী নাসরিন নাহার, মানিকখালী গ্রামের কাঞ্চন রানী বৈদ্য, গড়কুমারপুর গ্রামের হামিদা খাতুন, কালমেঘা গ্রামের কৃষ্ণপদ গাইন, অর্চনা রানী, চিংড়াখালী গ্রামের রাসিদা বেগম, চকবারা গ্রামের কৃষক আবু মুসা, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের আশুরা বেগম।

জেয়ালা গ্রামের কৃষক ইমদাদুল হক, আলিপুর গ্রামের কৃষক ইউছুফ গাজী, তুজলপুর গ্রামের তুজলপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর কবীর, মাহমুদপুরের ইউনুচ আলী, সাতক্ষীরা শহরের পুষ্টির ফেরিওয়ালাখ্যাত রুহুল কুদ্দুস রনি ও আশাশুনি উপজেলার গোঁদাড়া গ্রামের বাবর আলী।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।