সাতক্ষীরায় স্বর্ণ চোরাচালান মামলার আসামি গ্রেফতার
সাতক্ষীরা জজ কোর্টের সামনে থেকে ১৬ কেজি স্বর্ণ চোরাচালান মামলার আসামি রবীন্দ্রনাথ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ৩টায় তাকে গ্রেফতার করা হয়। রবীন্দ্রনাথ দাস কলারোরোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের জ্ঞানেন্দ্রনাথ দাসের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে জানান, ২ সেপ্টেম্বর ১৬ কেজি সোনা উদ্ধার করে বিজিবি। সে ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস