আশাশুনিতে বাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে নতুন করে ৬টি গ্রাম গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ।

ভেসে গেছে মানুষের ঘর-বাড়ি, হাজার হাজার বিঘা মৎস্য ঘের। মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।

স্থানীয় মনিরুল রশিদ জাগো নিউজকে জানান, প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা শাকিলের নেতৃত্বে সকাল থেকে প্রায় তিন চার হাজার শ্রমিক বাঁধটি সংস্কার করে। কিন্তু সংস্কার করে শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করার পর পরই জোয়ারের তোড়ে সোমবার বিকেল ৪টার দিকে পুনরায় বাঁধটি ভেঙে যায়। মানুষের কাঁচা ঘর-বাড়ি সব ধসে গেছে। পাকা বাড়িগুলোতে ফাঁটল দেখা দিয়েছে।

Satkhira

তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রাম আর শ্রীউলা ইউনিয়নে কলমিখালী, মাড়িয়ালা, লাঙ্গলদাড়িয়া গ্রাম সম্পূর্ণ পানিতে প্লাবিত।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে জানান, রোববার ভোররাতে বাঁধটি ভেঙ যাওয়ার পর সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

আকরামুল ইসলাম/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।