সাতক্ষীরায় স্ত্রী হত্যা : স্বামী ও সহযোগী আটক
সাতক্ষীরার আলিপুর চাপারডাঙ্গি আগোলপুর এলাকায় স্ত্রী আছিয়া খাতুনকে (৩০) হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী ও তার সহযোগীকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টায় বাড়ির পাশে ঘেরের মধ্যে পুতে রাখা আছিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আমজাদ গাজী আগোলপুর গ্রামের আদর গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বিকালে বা সন্ধ্যার যে কোন সময় আমজাদ গাজী তার প্রথম স্ত্রী আছিয়া খাতুনকে হত্যা করে বাড়ির পাশে ঘেরের মধ্যে পুতে রাখে। রাতে ঘেরের পাশ দিয়ে স্থানীয় একজন যাওয়ার সময় রক্ত দেখতে পায়। পরে মরদেহের হাত দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ আমজাদ গাজীকে গ্রেফতার করে।
ওসি আরো বলেন, আমজাদ গাজী স্বীকার করেছে সে তার স্ত্রীকে হত্যা করেছে। সহযোগী হিসেবে ছিল তার বন্ধু কবিরুল ইসলাম। পুলিশ তাকেও গ্রেফতার করেছে।
আকরামুল ইসলাম/এসএস/পিআর