লক্ষ্মীপুরে শতাধিক অটোরিকশা চালকের মাথায় হাত


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরে গ্যাসচালিত অটোরিকশা (জারা) চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন চালক ও মালিকরা। এতে দুই শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঋণ ও কিস্তির টাকা নিয়ে বলা যায় এখন তাদের মাথায় হাত।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শতাধিক চালক পৌর শহরের ইসলামিয়া মোটরসের সামনে জড়ো হয়ে মানবিক কারণে শর্তসাপেক্ষে যানটি চলাচলের জন্য প্রশাসনের কাছে দাবি জানায়।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) বিকেলে গ্রামীণ সড়কে অটোরিকশা চলাচলের অনুমতির জন্য তারা জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরে গ্যাসচালিত দুই শতাধিক অটোরিকশা (জারা) চলাচল করে। স্থানীয় ইসলামিয়া মোটরসের কাছ থেকে মালিক ও চালকরা কিস্তির মাধ্যমে রিকশাগুলো কিনেছেন। অনেকেই বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়ে রিকশাগুলো কিনেছেন। এর উপার্জন দিয়ে তাদের সংসার চলে।

গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের নির্দেশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের নির্দেশে গ্যাস স্টেশনগুলো থেকেও ওই যানগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। এতে বেকার হয়ে পড়ছেন চালক ও মালিকরা।

অটোরিকশা চালক পৌরসভার বাঞ্চানগর এলাকার জহির ও চররুহিতা গ্রামের মো. সজীব জানান, প্রশাসন গ্যাসচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ায় তারা ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক কারণে শর্তসাপেক্ষে গ্রামীণ সড়কে যানটি চলাচলের অনুমতি ও লাইসেন্স প্রদানের দাবি জানান তারা।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মোরশেদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সড়কে গ্যাসচালিত অটোরিকশা চলাচল অবৈধ। এছাড়া লক্ষ্মীপুরে পর্যাপ্ত গ্যাস সংকট রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।