ভাইকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ায় নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার দায়ে বড় ভাই আয়াত আলীসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এইক সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদরের ভাটকান্দি গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আয়াত আলী, নন্দীগ্রাম উপজেলার কুচমা গ্রামের মৃত আরজুল্লাহের ছেলে আব্দুল খালেক, একই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন ও ছলিম উদ্দিনের ছেলে মো. বুলু মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার কুচমা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আয়াত আলী জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি আজিজ মন্ডলকে ফাঁসানোর পরিকল্পনা করে। সে মোতাবেক আয়াত আলী অপর তিনজনকে ভাড়া করে ২০০৫ সালের ২৫ এপ্রিল রাতে তার আপন ভাই আব্দুর রহমানকে ছুরিকাঘাতে করে হত্যার পর বাড়ির পার্শ্বে একটি ধান ক্ষেতে ফেলে রেখে আসে।

এরপর আয়াত আলীর আরেক ভাই মোখলেছার রহমান বাদী হয়ে প্রতিবেশী আজিম, জসিম মোল্লা, রহিমা, ইউনুস, আনিছুর রহমান, আবেদ আলী, ছিদ্দিক, গোলাম রব্বানী, আব্দুর রহিম ও খোকা মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. নাছিমুল করিম (হলি) এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. সান্তা দেব ও অ্যাড. মুঞ্জুর এ আলম।   

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।