চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মাহফুজুল হক ফরহাদ নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফরহাদ বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ৯নং ওয়াডের্র সাধারণ সম্পাদক এবং বাজিতপুর পৌর এলাকার চন্দ্রগামের মৃত সিরাজুল হকের ছেলে।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নূর মোহাম্মদ/এআরএ/এবিএস