কোচিং বাণিজ্য বন্ধে সাতক্ষীরায় অভিযান


প্রকাশিত: ০৭:৩০ এএম, ২৩ অক্টোবর ২০১৬

কোচিং বাণিজ্য বন্ধে সাতক্ষীরায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসন। রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়সহ কয়েকটি কোচিং সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। কোচিং বাণিজ্য বন্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন সকলকে সতর্ক করে দেন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, গবেষণা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারী পরিদর্শক শেখ হেদায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাসান সোরওয়ার্দী উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।