তালায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় দফতরে ডেকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোন করেন উপজেলার আসাননগর গ্রামের মৃত মুছা শেখের ছেলে নুর ইসলাম শেখ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরঘাটা ইউনিয়নের তৎকালীন নায়েব এসএম আব্দুল মজিদ কুটিঘাটা ও ফুলবাড়ি হাট ইজারা দেওয়ার নাম করে তার কাছ থেকে দুই দফায় ১০ হাজার টাকা ঘুষ নেন। টাকা নিয়ে একটি লিখিত কাগজও তাকে দেন আব্দুল মজিদ। সে মোতাবেক টোল আদায় শুরু করেন তিনি।

এরই মধ্যে আব্দুল মজিদ ২৪ এপ্রিল স্থানীয় মসজিদ কমিটি ও ২৮ এপ্রিল ফুলবাড়ি এলাকার মনিরুল ইসলামের কাছ থেকে টাকা নিয়ে তাকেও বাজার ইজারা দেওয়ার আশ্বাস দেন। তখন বাজার কমিটি টোল আদায় করতে নিষেধ করেন।

এ ঘটনার প্রতিকার দাবি করে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তিনি এডিসি রেভিনিউকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

তিনি বলেন, ১৮ মে সিডিউলের মাধ্যমে পুনরায় ওই বাজারের ইজারা গ্রহণ করি। এরপর নায়েব আব্দুল মজিদের কাছে টাকা ফেরত চাইলে তিনি ষড়যন্ত্র শুরু করেন।

১৬ আগস্ট টাকা ফেরত দেওয়ার কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন আমাকে দফতরে ডেকে পাঠান। তার কথামত দফতরে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে পুলিশ দিয়ে আটক করান। পরে এসিল্যান্ডকে দিয়ে মাদকসহ আটক দেখিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, এক মাস জেল খেটে জামিনে মুক্ত হই। এরই মধ্যে আব্দুল মজিদ খেশরায় বদলী হয়ে যান। যাওয়ার আগে বাজার কমিটিকে খাজনা আদায় করতে বলে। এ ব্যাপারে খাজনা আদায়ের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তিনি ইউএনওকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু ইউএনও ব্যবস্থা না নিয়ে উল্টো আমার আসাননগরের আশ্রয়ন প্রকল্পে থাকা বাড়ি থেকে নামার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে নুর ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও বাজার ইজারা দেওয়ার নামে তিনজনের কাছ থেকে ঘুষ গ্রহণ করা নায়েব আব্দুল মজিদের শাস্তির দাবি জানান।
 
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জানান, নুর ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। এসিল্যান্ড তাকে মাদকসহ আটক করে সাজা প্রদান করে। তাছাড়া ঘুষের ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ করেনি।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।