হিলিতে হাতকড়াসহ চোরাকারবারির পলায়ন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৬

দিনাজপুরের হাকিমপুরে হিলি সীমান্তে হাতকড়াসহ হৃদয় হোসেন (১৪) নামে এক কিশোর মাদক চোরাকারবারি পালিয়ে গেছে। হৃদয় হোসেন হিলি উত্তর বাসুদেবপুর মহল্লার কামাল হোসেনের ছেলে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন আওতাধীন হিলি আইসিপি বিওপি থেকে হাতকড়া অবস্থায় পালিয়ে যায়।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মান্নান জানান, হিলি উত্তর বাসুদেবপুর মহল্লার কামাল হোসেনের ছেলে হৃদয় হোসেনকে (১৪) বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোরে বাংলাহিলি বাজার থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

এরপর তাকে হিলি আইসিপি বিওপিতে হাতকড়া পরিয়ে রাখা হলে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর তাকে খোঁজাখুজির একপর্যায়ে পুনরায় বাংলাহিলি বাজার থেকে আটক করে হিলি বিওপিতে নিয়ে গেলে সে আবারো হাতকড়াসহ পালিয়ে যায়।

এ ব্যাপারে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে আটকের সর্বাত্মক চেষ্টা করছি।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।