কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসায় তালা!


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৯ অক্টোবর ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি মাদরাসার শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। চারদিন ধরে ওই মাদরাসায় ঝুলছে তালা।  

স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা অমান্য করে মাদরাসা পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলে স্থানীয় দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ফলে গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।

করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের খাকশ্রী নুরুল উলুম ডি.এস আলিম মাদরাসায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। এতে মাদরাসার প্রায় এক হাজার শিক্ষার্থীর লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, এ বছরের ১ জুন হাইকোর্টের রায় অনুযায়ী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে করিমগঞ্জ-তাড়াইল আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর নাম বাতিল হয়ে যায়।

আগামী ২৭ নভেম্বর বর্তমান মাদরাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, এর আগেই মাদরাসার সাবেক সভাপতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু নিজ ক্ষমতা বলে ভোটার তালিকা করে এবং নির্বাচন ছাড়া ম্যানেজিং কমিটি গঠন করেন। গোপনে নতুন পকেট কমিটি গঠন করা হচ্ছে, এমন খবরে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।  

অনিয়তান্ত্রিকভাবে কমিটি গঠনের খবর জানাজানি হলে, অভিভাবক ও এলাকাবাসী কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত ২৬ অক্টোবর স্থানীয়রা নির্বাচনী কার্যক্রম বন্ধের দাবিতে মাদরাসায় তালা লাগিয়ে দেয়। এরপর থেকে মাদরাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

স্থানীয় অভিভাবক বাচ্চু মিয়া, মোস্তাফিজুর রহমানসহ অনেকে অভিযোগ করেন, নির্বাচন ছাড়া পকেট কমিটি গঠন করা হলে তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। তারা পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহমেদ রতন জানান, নিজেদের পছন্দের লোকজনকে মাদরাসা কমিটিতে নেয়ার জন্য কাউকে না জানিয়ে গোপনে তফসিল ঘোষণা করা হয়। এলাকার মানুষ এ পকেট কমিটি কোনো অবস্থাতেই মেনে নেবেনা।

খাকশ্রী নুরুল উলুম ডি. এস আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বনি ইয়ামিন আকন্দ জানান, নিয়ম মেনেই নির্বাচনী কার্যকম পরিচালনা করা হচ্ছে। একটি পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।