জয়পুরহাটে ২৭ জুয়াড়ির জরিমানা


প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩০ অক্টোবর ২০১৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ জুয়াড়ির জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাঁচবিবি উপজেলার সহকারী (ভূমি) কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ কবির এ আদেশ দেন।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারো জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামে কালিপূজা উপলক্ষ্যে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয়। ওই মেলায় বসে জমজমাট জুয়ার আসর, এমন সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৭ জুয়াড়িকে আটক করে।

পরে রোববার বিকেলে আটকদের সহকারী (ভূমি) কমিশনার ম্যাজিস্ট্রেট ফিরোজ কবিরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আটকদের মধ্যে ২১ জনের প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা ও ৬ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রাশেদুজ্জামান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।