লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নেই আ.লীগের জয়


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০১ নভেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে স্থগিত হওয়া ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সব প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোমবার জেলায় চেয়ারম্যান পদে ৫টি ইউনিয়ন ও সদস্য পদে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন- সদর উপজেলার দিঘলী ইউনিয়নে শেখ মজিবুর রহমান, কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে একেএম নুরুল আমিন মাস্টার, চরমার্টিন ইউনিয়নে ইউছুফ আলী, রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বি এম ইউছুফ জালাল ও রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে মো. আবুল হোসেন মিঠু। এছাড়া ১১টি ইউনিয়নের ৩৮টি কেন্দ্রে মোট ৪৫জন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

কাজল কায়েস/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।