মাদারগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে আহত ২০
জামালপুরের মাদারগঞ্জে পরাজিত দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে চরপাকেরদহ ইউনিয়নের গোলার মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পরাজিত দুই মেম্বার প্রার্থী লাভলু মন্ডল এবং কামাল পরামানিকের মধ্যে নির্বাচন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। এসময় লাভলুর কিল-ঘুষিতে কামাল আহত হয়।
এ খবর ছড়িয়ে পড়লে কামালের সমর্থকরা লাভলুর বাড়ি-ঘরে হামলা করে। এতে সংঘর্ষ বেঁধে গেলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারগঞ্জ এবং জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছিলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শুভ্র মেহেদী/এফএ/পিআর