ভৈরবে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষ


প্রকাশিত: ১০:১৫ এএম, ০৩ নভেম্বর ২০১৬

ভৈরবের রসুলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, নজরুল ( ৬০) , আলাল ( ৪৮), মো. মন্টু (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কিপিং বাড়ির নেতা ফজলুল হক এবং নোরার বাড়ির নেতা মুসলিম মিয়ার লোকজনের মধ্য বাজারের দোকানে যাওয়া-আসা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
 
আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।