রাজবাড়ীতে ৯৩টি পাসপোর্টসহ দালাল অাটক


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৪ নভেম্বর ২০১৬

রাজবাড়ীতে ৯৩টি পাসপোর্টসহ দালাল নিতাই কুন্ডুকে (৫৬) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অাটক দালাল নিতাই কুন্ডু জেলা সদরের খানখানাপুর কুন্ডুপাড়া এলাকার অরবিন্দু কুন্ডুর ছেলে।

দুপুর অাড়াইটার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসঅাই) মো. কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুলের নেতৃত্বে ডিবির একটি টিম খানখানাপুর নিতাই কুন্ডুর বাড়িতে অভিযান চালিয়ে ৯৩টি পাসপোর্টসহ তাকে অাটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এআরএ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।