বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৬

সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রাখাল মোসলেম উদ্দিনের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়।

এসময় ভারতের সরুপনগর থানার ওসি শিবশংকর সিংহ, বিএসএফর আমুদিয়া কোম্পানি কমান্ডার বিবেক মিশ্র, সাতক্ষীরা-৩৮ বিজিবির তলুইগাছা ক্যাম্পের কমান্ডার সুবেদার হুমায়ন কবির, কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী, সদর থানার এসআই কামাল ও এসআই মালেক উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা-৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সামছুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে বাংলাদেশি রাখাল মোসলেম উদ্দীন বিএসএফের গুলিতে নিহত হন। সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলির ছেলে মোসলেম উদ্দীন।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।