ক্ষমতায় থাকতেই আ.লীগ সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে


প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ নভেম্বর ২০১৬

সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না জেনেই আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক সংলাপে রাজি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ক্ষমতায় টিকে থাকতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফকরুল বলেন, কিশোরগঞ্জের মতো সারা দেশে খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও সরকারের জুলুম নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না।

বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম-খুন করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফকরুল আরও বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেশের মানুষকে না খেয়ে থাকতে হয়েছে। মানুষের লজ্জা নিবারনের কাপড় ছিল না। তারা যখনই ক্ষমতায় যায়, তখনি দেশের মানুষ দুর্ভোগে পড়ে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহীন প্রিন্স, খালেদা জিয়ার উপদেষ্টা মো. আব্দুস সালাম ও ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম প্রমূখ। দলের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।