যৌতুকের দাবিতে শাশুড়িকে হত্যার অভিযোগ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলের সখীপুরে যৌতুকের দাবি মেটাতে না পারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি জহুরা বেগম (৫০) খুনের অভিযোগ উঠেছে। উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী।

স্থানীয় ও পরিবারের অভিযোগে জানা যায়, বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলী ও জহুরা বেগমের একমাত্র মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে প্রায় ৮ মাস আগে বিয়ে হয় সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাসান সজীব রাজিবের।

বিয়ের পর মাস যেতে না যেতেই যৌতুকের দাবি আর মারধরের শিকার হন মরিয়ম। স্বামী রাজিব আর তার পরিবার যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মরিয়মের উপর চালায় নির্যাতন।

২২ নভেম্বর (মঙ্গলবার) বিকেলেও যৌতুকের দাবিতে মরিয়মকে মারধর করেন তারা। এ মারধরের সংবাদ পেয়ে মরিয়মের বাবা মেহের আলী ও মা জহুরা বেগম মেয়ের শ্বশুরবাড়ি নলুয়া যান। এ সময়ও শাশুড়ি জহুরা বেগমের সঙ্গে মেয়ের জামাইয়ের কথা কাটাকাটির ঘটনা ঘটে।

একপর্যায়ে জামাই রাজিব তালা দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জহুরা বেগম। স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, রাতে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।