সিরাজগঞ্জে জেএমবির ১৪ সদস্য কারাগারে


প্রকাশিত: ১১:১০ এএম, ২৪ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতি স্কোয়াডের ৪ নারীসহ ১৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাদের পৃথক ৩টি আদালতে হাজির করে পুলিশ।

হাজিরা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, নজরুল ইসলাম ও কোহিনুর আরজুমান তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে।
 
তারা হলেন, নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) আত্মঘাতি স্কোয়াডের নারী সদস্য ফুলেরা বেগম, তার মেয়ে শাকিলা খাতুন, রাজিয়া বেগম, আছিয়া খাতুন আকলিমা, ইসরাফিল, রুহুল আমীন, আলমাস, লিয়াকত উল­াহ, বরকতুল­াহ, সানাউল­াহ, ইমরান, জয়নাল আবেদীন, বোরহান, আবু বকর।

সিরাজগঞ্জ সদরের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনে কাজিপুর, উল্লাপাড়া ও সলঙ্গা থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় তাদের আদালতে হাজির করা হয়।

আগামী ২৭ ডিসেম্বর তাদের আদালতে হাজির করার জন্য আদেশ দেয়া হয়েছে। চলতি বছরের বিভিন্ন সময় তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।