কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত কয়েদি আলমগীর হোসেনের (৩৬) জেলা কারাগারে অসুস্থ হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার বিকেলে আলমগীর অসুস্থ হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল কারাগারের জেলার রীতেশ চাকমা জানান, আলমগীর হোসেন বুধবার বিকেল ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

তিনি মাদকদ্রব্য সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে গত ৯ নভেম্বর কারাগারে আসেন। মির্জাপুর উপজেলার পোস্টকামারী গ্রামের পরেশ আলীর ছেলে তিনি।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।