ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জের যশোদল এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সুষ্মিতা চক্রবর্তী (২৩) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা রেললাইনের যশোদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুষ্মিতা শহরের নগুয়া এলাকার স্বপন চক্রবর্তীর মেয়ে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, বেলা ২টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হন সুষ্মিতা। আড়াইটার দিকে যশোদল রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর