সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে আগুন
সিরাজগঞ্জে অবস্থিত জাতীয় জুট মিলস (সাবেক কওমী জুট মিল) লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মিল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের যৌত্থ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারেনি মিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের রায়পুর এলাকায় অবস্থিত মিলে এ আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
মিলের জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান, ১০নং টিচার গ্রেডিং মেশিনের আগুন পাটের স্তূপে পড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মিলের শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে অগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ