রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেফতার
জেলা সদরের ধাওয়াপাড়া থেকে চরমপন্থী দলের সদস্য মো. মজিবর রহমানকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এর নেতৃত্বে ওই চরমপন্থীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মজিবর জেলা শহরের গোদার বাজার এলাকার ওহিদ এর ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসঅাই) মো. নিজামউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এফএ/পিআর