তিন জেলায় আ.লীগের প্রার্থী ঘোষণা


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৭ নভেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল, রাজবাড়ী ও পিরোজপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান খান ফারুক। শুক্রবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তাকে চূড়ান্ত করা হয়।

মনোনয়ন প্রাপ্তি প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজুলুর রহমান খান ফারুক বলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক পদে থেকে গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আমাকে এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেছেন।

এদিকে, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এর নাম ঘোষণা করা হয়েছে।

District

শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

অপরদিকে, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ মো. শাহ আলম প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বর্তমান জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, বিগত দিনে দলের জন্য কাজ করেছি বলেই দল আমাকে সমর্থন দিয়েছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।