পুলিশের কাছ থেকে পালানো আসামি ২ দিন পর গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের কাছ থেকে পালানোর দুইদিন পর মাদক মামলার আসামি মোদাচ্ছেরুল­াহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানা ও বেলকুচি থানা পুলিশের যৌথ অভিযানে শহরের এম এ মতিন সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মোদাচ্ছেরুল বেলকুচি উপজেলার শেরনগর মহল­ার রিয়াজ মোল­ার ছেলে। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়স্থ জেলা কালেক্টরেট অফিসের প্রধান গেটের সামনে থেকে মোদাচ্ছেরুলকে গ্রেফতার করা হয়। দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আরও জানান, এনায়েতপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মোদাচ্ছেরুল। গত ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে বেলকুচি থেকে সিরাজগঞ্জ আদালতে নেয়ার পথে অটোরিকশা থেকে আসামি মোদাচ্ছেরুল­াহ পালিয়ে যান। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।  

ইউসুফ দেওয়ান রাজু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।