দাবি পূরণ না হলে রাজশাহী-রংপুর বিভাগে গাড়ি বন্ধ


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৮ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপের হুক খোলার আদেশ স্থগিত, পুলিশের চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মালিক ও শ্রমিক সংগঠন।

দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য ট্রাকে মালামাল পরিবহন, লোড-আনলোডসহ গাড়ি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এতে জানানো হয়, দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক সার্জেন্টরা লাগামহীন চাঁদাবাজি করছেন। এছাড়া শ্রমিক হয়রানিসহ চট্টগ্রামের দারোগার হাটে স্থাপিত অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রে (ওভারলোড কন্ট্রোল স্টেশন) স্কেলে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদা আদায়সহ তাদের দাবি মানা না হলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য সংগঠনের অন্তর্ভুক্ত পরিবহনগুলো বন্ধ থাকবে।
 
সংগঠনের সভাপতি সামছুর রহমান মানিকসহ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জয়পুরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল বারি, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু, পঞ্চগড় জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড মালিক সমিতির সভাপতি আলহাজ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।