বগুড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জনের মনোনয়ন বাতিল
জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় যাচাই-বাছাইকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের একাধিক নেতাসহ ১৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেপি সমর্থিত আমিনুল ইসলাম সরকার পিন্টু ও মোটর শ্রমিক নেতা সৈয়দ আহমেদ মিঠু।
রোববার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনূচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণ সদস্য পদে মনোনয়ন বাতিল হওয়া উল্লেখযোগ্যরা হলেন- ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ২নং ওয়ার্ডে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুল ইসলাম রাজ, ৩নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু ও ৬নং ওয়ার্ডে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমানসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও ত্রুটি থাকায় সংরক্ষিত ৫নং ওয়ার্ডের নারী সদস্য পদে শামীমা আক্তার মুক্তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১২ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন, ১৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫৮ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিল।
লিমন বাসার/আরএআর/পিআর