সাতক্ষীরায় গ্রেফতার ৫৬
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এদের আদালতে পাঠানো হয়।
গ্রফতারদের মধ্যে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বকুল রয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার ১৩ জন, কলারোয়া থানার ৯ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার ৬ জন, শ্যামনগর থানার ১৬ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার দুইজন ও পাটকেলঘাটা থানার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআই