বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৪ জলদস্যু আটক


প্রকাশিত: ১০:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অপহৃত ৪ জেলে উদ্ধারসহ জলদস্যু সন্দেহে ১৪ জনকে আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা।

সোমবার রাতে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সাগরে এ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও জলদস্যুদের আটক করা হয়।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস মহিবুল্লাহ এ অভিযান পরিচালনা করে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম নৌ-বাহিনীর বরাত দিয়ে জানান, নৌ-বাহিনীর জাহাজ নিয়ে সাগরে নিয়মিত টহল দেয়ার সময়ে একটি মাছধরা ট্রলারকে ধাওয়া করলে সেটি পালানোর চেষ্টা করে।

এ সময় ট্রলারটিতে অভিযান চালিয়ে হাত পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা ১৪ ডাকাত সদস্যকে শনাক্ত করলে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ট্রলার থেকে লুট করা মাছ উদ্ধার করলেও ট্রলারটি ধাওয়া করার সময় ডাকাতরা তাদের ব্যবহৃত অগ্নেয়াস্ত্র সাগরে ফেলে দেয় বলে ডাকাতরা স্বীকার করেছেন। মঙ্গলাবার দুপুরে মহিপুর থানা পুলিশের কাছে অটক ডাকাতদের হস্তান্তর করা হয়েছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।