বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ছেড়ে যাওয়া আখাউড়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া সদরগামী অপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটেরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী এবং হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর