নাসিরনগরের হামলা বিচ্ছিন্ন ঘটনা : স্বামী ধ্রুবেশানন্দ


প্রকাশিত: ০৯:০১ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে দুষ্কৃতকারীরা যে হামলা চালিয়েছে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। তবে ঘটনাটি বিচ্ছিন্ন হলেও এটি বিদেশে সরকারের ভাবমূর্টি ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হিউম্যান রাইটস সেন্টার ফর বাংলাদেশের অর্থায়নে নাসিরনগর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে স্থানীয় দত্তবাড়ি চত্বরে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

Bebaria

নাসিরনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বামী শান্তিকরানন্দ মহারাজ, অধ্যাপক কল্যাণময় সরকার, নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন ও সাংবাদিক পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা, লেপ, থালা-বাটি, ধূতি ও লুঙ্গি-শাড়ি প্রদান করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।