চাঁদার দাবিতে চেইনমাস্টারকে পেটালেন এমপির ভাই
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি অটোটেম্পু স্ট্যান্ডের চেনের টাকা আদায়ের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে উপজেলা মোটর শ্রমিক নেতা কামরুজ্জামান বিপ্লবকে পিটিয়েছেন স্থানীয় এমপি আব্দুল মান্নানের ছোট ভাই জাহিদুল ইসলাম রাজু।
এ ঘটনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের সিএনজি অটোটেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশ্রামাগার সম্পাদক বিপ্লবকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সিএনজি অটোটেম্পু ড্রাইভার জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও স্থানীয় এমপি আব্দুল মান্নানের ছোট ভাই জাহিদুল ইসলাম রাজু দুই বছর ধরে সিএনজি স্ট্যান্ডের চেনের টাকা আদায়ের ভাগ নিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় রাজু আরও বেশি টাকা দাবি করলে সেটি নিয়ে শ্রমিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সোমবার দুপুরে রাজু চড়াও হয়ে সিএনজি স্ট্যান্ডের দায়িত্বরত চেইনমাস্টার বিপ্লবকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা সম্পর্কে আহত বিপ্লব বলেন, দীর্ঘদিন ধরে রাজুকে চেনের টাকার ভাগ দিয়ে আসছি। তিনি এ খাত থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা পান। এরপরও আরও বেশি টাকা দাবি করেন। প্রতিবাদ করলে তিনি এ হামলার ঘটনা ঘটান।
ঘটনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সারিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর নয়ন কুমার বলেন, মৌখিক সংবাদের ভিত্তিতে বিপ্লবকে দেখতে হাসপাতালে গেছি। সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
হামলার ব্যাপারে জানতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও স্থানীয় এমপি আব্দুল মান্নানের ছোট ভাই জাহিদুল ইসলাম রাজুর মোবাইলে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
লিমন বাসার/এএম/পিআর