বিজয় দিবস উপলক্ষে ভালোবাসি জামালপুরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের অনলাইন ভিত্তিক তরুণ সংগঠন ‘ভালোবাসি জামালপুর’ কর্তৃক জামালপুর পাবলিক লাইব্রেরিতে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগীতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

১৫ ই ডিসেম্বর বিকাল চারটায় শিশুকিশোরদের নিয়ে ভালোবাসি জামালপুর অনুষ্ঠানের আয়োজন করেন।

ভালোবাসি জামালপুরের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সমন্ময়কারী ফজলে রাব্বী সৌরভ।

অনুষ্ঠানে মূল আলোচনা পর্বে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ, জামালপুরের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু, আশরাফুজ্জামান স্বাধীন, জেএসডির সভাপতি আমির উদ্দীন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সভাপতি মুজহারুল হক।

সভাপতিত্ব করেন ভালোবাসি জামালপুরের সংগঠক ফেরদৌস বাপ্পি। সঞ্চালনা করেন নূর আলম খান সুজন। ।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।