বগুড়ায় নারীসহ আটক ৫


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

বগুড়ার কাহালুতে হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে কাহালু থানার মুরইল ইউনিয়নের ওলাহালি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাদের পাঁচজনকে আটক করা হয়।

আগুনে তিনটি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জমি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওলাহালি গ্রামের অর্জুন সরকারের মেয়ে স্বপ্না রানী (৩৫) বাবার বাড়িতে বসবাস করছেন। একই গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের কাছ থেকে স্বপ্না রানী সম্প্রতি জমি কেনেন। প্রতিবেশী মান্নান জমি বিক্রি করার ৩০ হাজার টাকা স্বপ্না রানীর কাছে পাওনা ছিলেন।

পাওনা টাকা দীর্ঘদিনেও স্বপ্না রানী পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কয়েকদফা হুমকি ধামকিও দেয়া হয়েছে স্বপ্নাকে।

সোমবার ভোর রাতে স্বপ্না রানীর ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে করে তিনটি ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

এদিকে ঘটনার পরপরই পল্লী চিকিৎসক আব্দুল মান্নান বাড়ি থেকে পালিয়ে যান। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে। পরে স্বপ্না রানীর অভিযোগের প্রেক্ষিতে মান্নানের স্ত্রী তারাবানু, চাচাতো ভাই ইকবাল হোসেন, ভাতিজা শিহাব উদ্দিন, ভগ্নিপতি রিয়াজ উদ্দিন এবং অপর এক আত্মীয় রাজুকে আটক করে।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পাওনা টাকা নিয়ে আব্দুল মান্নানের সঙ্গে স্বপ্না রানীর পরিবারের বিরোধ চলছিল। এর জেরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

লিমন বাসার/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।