ঘাটাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার ঝুনকাইল উত্তরপাড়া  গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা উপজেলার সৎসঙ্গ তপোবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনায় নির্যাতিতার মা পিয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মামলার বিবরণী থেকে জানা যায়, ওই স্কুলছাত্রী উপজেলার সৎসঙ্গ তপোবন উচ্চ বিদ্যালয় থেকে এবছর জেএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে প্রতিবেশী ইয়াসিন আলীর ছেলে অন্তর (১৯) তাকে কু-প্রস্তাব দেন।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে। একপর্যায়ে গ্রাম্য মাতব্বররা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তিতে নির্যাতিতার মা বাদী হয়ে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) ধর্ষক অন্তরসহ দুই জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।