মির্জাপুরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা


প্রকাশিত: ১০:১২ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতারাও বসে নেই। তারা নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

জানা যায়, মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন ও বাসাইল উপজেলার দুটি ও সখিপুর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত মির্জাপুর উপজেলার মহেড়া, জামুর্কী, ফতেপুর, বানাইল, আনাইতারা, উয়ার্শী, ভাতগ্রাম, ভাওড়া, ও লতিফপুর এবং পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়ন রয়েছে।

৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ূন (হাতি), বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম কবির (তালা) এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফি (বৈদ্যুতিক পাখা), মো. গোলাম মোস্তফা চৌধুরী (টিউবওয়েল) ও মঞ্জুর রহমান মজনু (অটোরিকসা) প্রতীক পেয়েছেন।

এদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ূনকে সমর্থন দিয়েছেন। অপরদিকে গত ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফিকে দল থেকে বহিষ্কার করা হয়।

৬ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত মির্জাপুর পৌরসভা, বহুরিয়া, গোড়াই, আজগানা, বাঁশতৈল ও তরফপুর এবং  পার্শ্ববর্তী সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন রয়েছে।

৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক নেতা নূরুল ইসলাম (হাতি) ও সাইদুর রহমান খান বাবুল (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুরুল ইসলাম ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে থাকায় তাকেও বহিষ্কার করা হয়। এই ওয়ার্ডে সাইদুর রহমান খান বাবুলকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে।

দুটি ওয়ার্ডে একটি পৌরসভা, ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ২৪০ জন ভোটার রয়েছে।

৫ নম্বর ওয়ার্ডে ১১টি ইউপি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সদস্য নির্বাচিত করতে ভোট প্রদান করবেন।

৬ নম্বর ওয়ার্ডে একটি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ছয়টি ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সদস্য নির্বাচিত করতে ভোট দেবেন।

মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন, নাগরপুর উপজেলার ১০টি, সখিপুর উপজেলার একটি ও বাসাইল উপজেলার দুটি ইউনিয়নসহ মোট ২৮ ইউনিয়ন নিয়ে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড (৪,৫,৬) গঠন করা হয়েছে।

সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য সালমা সালাম উর্মি (ফুটবল) এবং নাগরপুর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছা. ছাইদা ইয়াছমিন (দোয়াত কলম)।  

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে জেলার ১১১টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা নিয়ে ১৫টি সাধারণ ওয়ার্ড ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড গঠন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এস এম এরশাদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।