বান্দরবানে তিন সন্ত্রাসী আটক


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

বান্দরবানের থানচি উপজেলায় ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবির সময় স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে বিজিবির কাছে সোর্পদ করেছে। এসময় ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন, মেনপম ম্রো, মেনসং ম্রো ও মংএচিং মারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তিন সন্ত্রাসী থানচি উপজেলা ৪নং বলিপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে শৈরাং ত্রিপুরা পাড়ায় প্রবেশ করে এবং ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবি করে। এসময় স্থানীয়রা কৌশলে তাদের আটক করে, পরে বিজিবির হাতে সোপর্দ করে। তারা সবাই আলীকদম উপজেলা স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

থানচির ৩৩-বিজিবির সিও লে. কর্নেল হাবিব বলেন, আমরা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছি। আটকদের থানচি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সাক্তার জানান, থানায় সোর্পদ করলে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈকত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।