কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

বান্দরবানে রাজপূণ্যাহ মেলায় বেড়াতে এসে আদিবাসী কিশোরী গণধর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বান্দরবান মারমা স্টুডেন্টস কাউন্সিল ।

সোমবার বিকেলে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তঞ্চের সামনে তারা এ মানববন্ধন করেন। এর আগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তা জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানবন্ধনে বান্দরবান মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি লুসাই মং মার্মা বলেন, সাত দিনের মধ্যে তিন যুবককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা আরও কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় জেলার বালাঘাটা এলাকা থেকে এরই মধ্যে কাজল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন যুবককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত এগারটার দিকে শহরের শাপলাচত্তরের পর পৌরসভার শিশু পার্কের জন্য নির্ধারিত জায়গাতে নিয়ে গিয়ে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় ২৪ ডিসেম্বর ভিকটিম বান্দরবান সদর থানায় চার যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসে মামলা দায়ের করেন ।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।