তাড়াশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জের তাড়াশে গাঁজাসহ রওশন আলী মোল্লা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাড়াশ-নাদো সৈয়দপুর আঞ্চলিক মাগুড়া বিনোদ এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

রওশন উপজেলার সদর গ্রামের মাদরাসা পাড়ার শুকুর আলী মোল্লার ছেলে।

তাড়াশ থানা পুলিশের ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের  ভিত্তিতে মাগুড়া বিনোদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী রওশনকে ১৫ হাজার টাকার গাঁজাসহ আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউসুফ দেওযান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।