ঘাটাইলে শীতবস্ত্র পেলো মুক্তিযোদ্ধারা
টাঙ্গাইলের ঘাটাইলে ২১০ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের সাবেক এমডি নুরুল আলম তালুকদার এ শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তবে শীতবস্ত্র বিতরণ সভায় নুরুল আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সাবেক পৌর মেয়র হাসান আলী মিয়া, জি বি জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মণি, মুক্তিযোদ্ধা জেলা সহকারী কমান্ডার মো. আব্দুর ছাত্তার ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এইচএস/আরএস/এএইচ/পিআর