মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

জেএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ওই কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো নুর, আরিয়ান, মুবাস্সির, মোনেম, নাবিদ, তালহা, রিজোয়ান, রহিক, হাসিব, আহমেদুল­াহ, মেরাজ, জাকারিয়া, রাউন, তানভির, রাফিল, ফারহান, সাদ, জামিল, ফ্রাদিন, সাবিক, সাকিব, মনন, তুহিন, আরাফাত, শামদেদ, মেহেদী, শাফওয়ান, তৌহিদুর, ফাতিন, রাফিয়ান, পার্থিব, তৌফিক, দ্রুব, হাসিব, সাদিক, আসিফ, আসির, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আশিশ, মাহির, মোহাইমিন, মাহামুদ, নাফি, মিনহাজ, সিয়াম, জয়, রায়াতুল, ওয়াসিক, মাহিন সজিব, আবরার ও হাদি।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. নুরুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।