সিলেটে নদীর আবর্জনা পরিষ্কার অভিযান


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ মার্চ ২০১৫

সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহি ক্বীন ব্রিজের নিচে মাইকে বাজছিল দেশের গান। খানিক পর পর মাইকে নদীকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান। তারপর আবার বাউল গান। আস্তে আস্তে নদীর তীরে তরুণ-তরুণীরা সমবেত হতে থাকেন। এরপর শুরু হয় নদীর আবর্জনা পরিষ্কার করা অভিযান।

শনিবার বিকেল তিনটা থেকে এ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার ও রোটারেক্ট ক্লাব অব সিলেট সুরমা’র যৌথ উদ্যোগে এই নদী পরিষ্কার অভিযান হয়েছে।

কর্মসূচির সহযোগী আয়োজক হিসেবে রয়েছে সিলেট সিটি করপোরেশন, রোটারেক্ট জেলা সংগঠন, সুরমা রিভার ওয়াটারকিপার, ভূমিসন্তান বাংলাদেশ, জালালাবাদ সূর্যমুখী যুব সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে সেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ২০০৭ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়ে আসছে। সিলেটে এ দিবসটি ২০০৮ সাল থেকে পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে নদী পরিষ্কার অভিযান করা হচ্ছে। এটা চলবে।’

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।